১০০ প্রেক্ষাগৃহে আসছে হালদা
প্রকাশিত : ২৩:০৩, ২৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ১১:৪৪, ২৯ নভেম্বর ২০১৭
তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’ চলচ্চিত্রটি আসছে দেশের ১০০টি প্রেক্ষাগৃহে। আগামী ১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। এরপর ৮ ডিসেম্বর বিশ্বের ১৬টি দেশে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে। ইতোমধ্যে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে হালদা সিনেমার ট্রেইলার এবং দুটি গান। প্রকাশের পর থেকেই দর্শকদের প্রশংসায় ভাসছে গানগুলো।
সোমবার ছবিটির প্রমোশনে মনজুরুল ইসলাম মেঘ এর সঞ্চালনায় ফেসবুক লাইভে আসেন এর পরিচালক তৌকির আহমেদ ও এই সিনেমার নায়িকা নুসরাত ইমরোজ তিশা, রুনা খান ও শাহেদ আলী। তারা দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ছবিটি প্রসঙ্গে তিশা বলেন, আমি অনেক নাটক ও সিনেমাতে অভিনয় করলেও হালদায় আমার চরিত্র একেবারেই নতুন এবং ভিন্ন যা দর্শক আগে কখনো দেখেনি। শুধু আমাকেই নয় ছবির অন্যতম আকর্ষণ জাহিদ হাসান ও মোশারফ করিমকেও ভিন্ন চরিত্রে দেখতে পাবেন দর্শক।
তৌকির আহমেদ বলেন, হালদা সব শ্রেণির দর্শকদের ছবি। একটি ছবিতে বিনোদনের যে উপকরণ থাকা দরকার তার সবই রয়েছে এতে। আশা করি দর্শকরা নিরাশ হবেন না। তাই দর্শকদের বলবো আপনারা ছবিটি দেখতে হলে আসুন। যদি ভালোলাগে অন্তত একজনকে বলুন সিনেমাটি দেখতে।
হল মালিকদের ছবিটি নিয়ে যথেষ্ট আগ্রহ আছে জানিয়ে দি অভি কথা চিত্রের সত্ত্বাধিকারী জাহিদ হাসান অভি বলেন, হালদা বাংলাদেশের দর্শকদের জন্য সম্পূর্ণ ভিন্ন ও নতুন ধারার একটি সিনেমা হতে যাচ্ছে। আমরা হল মালিকদের যে পরিমান আগ্রহ দেখতে পাচ্ছি তাতে আশা করছি সিনামাটি দর্শকরা ভালোভাবেই গ্রহণ করবে। আমরা হালদা সিনেমা ১ ডিসেম্বর ১০০ সিনেমা হলে মুক্তি দিবো। এবং ৮ ডিসেম্বর আরও ১৬ টি দেশে সিনেমা মুক্তি পাবে।
হালদা সিনেমাতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশারফ করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, দিলারা জামান, মোমেনা চৌধুরী প্রমুখ। আজাদ বুলবুল এর গল্পে হালদার চিত্রনাট্য লিখেছেন পরিচালক তৌকির আহমেদ নিজেই। হালদার সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।
এসি/এসএইচ